সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

শেষ দিনে দলবদলে সেনাবাহিনী

নাসরিনের আঙিনায় ঠাঁই সাবিনাদের

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম

প্রতিবারই তারা নারী লিগে অংশ নেয়। মাঝারিমানের দল গড়ে তাদের লক্ষ্যই থাকে মাঝামাঝি অবস্থানে থেকে লিগ শেষ করা। তৃণমূলের সংগঠক নাসরিন আক্তার বেবী নিজ নামে বহু বছর ধরে চালিয়ে আসছেন নাসরিন স্পোর্টিং ক্লাব। সাবেক এ ফুটবল রেফারি আসছে নারী ফুটবল লিগ উপলক্ষে দলবদলের শেষ দিনে দিলেন চমক। সর্বশেষ সিনিয়র জাতীয় দলের ১৫ ফুটবলারকে দলে নিয়ে তিনি গড়েছেন সেরা দল। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫জনই গত তিন মৌসুম খেলেছেন শিরোপাজয়ী বসুন্ধরা কিংসের হয়ে। একাধিক কারণে এবার নারী লিগে অংশ নিচ্ছে না কিংস। ফলে লিগ খেলা নিয়েই সংশয়ে পড়ে গিয়েছিলেন তারকারা। শেষ পর্যন্ত নাসরিনের আঙিনায় ঠাঁই হয়েছে তাদের। শেষ দিনে দলবদলে অংশ নিয়েছে বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের কোচিংয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনী দল।

ক'দিন আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরে উইমেন্স উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন শেষ দিনে থাকবে চমক। সেই চমকটাই নাসরিন এসসি ও সেনাবাহিনী দিয়েছে দলবদলে অংশ নিয়ে। সেনাবাহিনীর প্রথমবারের মতো লিগে নাম লিখানোয় দলসংখ্যা ৯টি হয়েছে। যাদের নিয়ে ২৫ এপ্রিল শুরু হতে পারে নারী লিগ।

সর্বশেষ ২০২১-২০২২ মৌসুমে হয়েছিল নারী ফুটবল লিগ। সেবার হ্যাটট্রিক শিরোপা জিতেছিল বড় বাজেটের বসুন্ধরা কিংস। ধারাবাহিক সাফল্যের পরও তারা এবার নিজেদের সরিয়ে নিয়েছে মূলত ফুটবলারদের অনেক বেশি অর্থ দাবী করার কারণে। ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ জিতে আসার দলের ফুটবলাররা আগের চুক্তির দ্বিগুণ দাবী করে বসেন। তাতে ভীষণ ক্ষুদ্ধ হন কিংসের কর্তারা। তাছাড়া বাফুফের লিগ আয়োজন নিয়েও তাদের রয়েছে অনেক অভিযোগ। গত লিগের রানার্স-আপ আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের বাফুফে তাদের ক্যাম্পে রেখে খেলার সুযোগ দিয়েছিল। অনেক সময় দেখা গেছে জাতীয় দলের কোচিং স্টাফরাই দলটিকে অনুশীলন করিয়েছে। এ সব নিয়ে অভিযোগ করেও লাভ হয়নি। তাই রাগে ক্ষোভে এবার দল করা থেকে বিরত থাকে কিংস।

সেরা দলের সরে দাঁড়ানোয় সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মারিয়া, মাসুরা, রূপনাদের লিগে খেলা নিয়ে সংশয় দেখা দেয়। আতাউর রহমান ভুঁইয়া এসসি আগেই দল গড়ে ফেলেছিল। এর বাইরে অন্য দলগুলোর সেভাবে বাজেটই নেই। বড় তারকাদের কী করে নিবে তারা? তবে শেষ পর্যন্ত নাসরিন এগিয়ে আসে। বড় তারকাদের দলে নিতে হলে বড় বাজেটের প্রয়োজন। সেটা এখনও জোগাড় না হলেও ক্লাবটির প্রতিষ্ঠাতা নাসরিন দেশ রূপান্তরকে বলেন, 'গত মৌসুমে বসুন্ধরা কিংসের কাছ থেকে মেয়েরা যা পেয়েছে সেটা হয়তো দিতে পারবো না। তবে ওদের হতাশও করতে চাই না। তবে কিভাবে বড় বাজেট জোগাড় হবে বা হয়েছে, সেটা বলতে চাচ্ছি না। ক্লাবের সঙ্গে জড়িত সবাই মিলেই আপাতত চালিয়ে নিবো। এর সঙ্গে চেষ্টা করছি স্পন্সর পাওয়ার।'

নারী ফুটবল লিগে দেশের স্বীকৃত ক্লাবগুলোর অনাগ্রহ দেখে হতাশ সাবিনা। বাফুফের একাধিকবার চেষ্টা করেও আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো বড় বাজেটের দলগুলোকে নারী ফুটবলমূখী করতে পারেনি। যার ফলে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে ফুটবলারদের। সাবিনারা বেশি হতাশ হয়েছেন সাফ জয়ের পরও প্রতিষ্ঠিত ক্লাবগুলোর আগ্রহ তৈরী হতে না দেখে, 'দেখেন, একেকটা ক্লাব পুরুষ ফুটবলের দল গড়তে কোটি কোটি টাকা খরচ করে। অথচ একজন পুরুষ ফুটবলারের চুক্তির টাকায় একটা নারী ফুটবল দল হয়ে যায়। ক্লাবগুলো আন্তরিক না হলে লিগ এভাবেই হবে।'

শেষবার লিগ হয়েছিল ১২ দল নিয়ে। এবার সেটা কমে প্রথমে ছিল আটটি। শেষ দিনে বাংলাদেশ সেনাবাহিনী দলবদলে অংশ নেওয়ায় ৯ দল নিয়ে হবে লিগ। গতবার খেলা কিংস ছাড়াও বরিশাল ফুটবল একাডেমি, কুমিল্লা ইউনাইটেড ও এফসি ব্রাহ্মণবাড়িয়া খেলছে না এবার। এবারের লিগে নাসরিন ও সেনাবাহিনী ছাড়াও খেলছে গতবারের রানার্স-আপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, উত্তরা ফুটবল ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, পুস্করিনি যুব স্পোর্টিং ক্লাব, জামালপুর কাচারীপাড়া একাদশ, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত