বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

রাজশাহীর ২ বোনের মৃত্যু অন্য রোগে

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০২:২০ এএম

রাজশাহীতে বরই খেয়ে দুই বোনের মৃত্যুর কারণ ‘মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস’ রোগ, একথা জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

গতকাল রবিবার দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ‘আমরা সরাসরি কোনো অ্যাভিডেন্স পাইনি। অ্যানালাইসিস করে ধারণা করেছি, এ মৃত্যুর কারণ মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস।’ 

গত মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়। তাদের নাম মুনতাহা মারিশা ও মুফতাউল মাশিয়া। রাজশাহীর দুর্গাপুরের চুনিয়াপাড়া গ্রামের মনজুর রহমানের দুই মেয়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত