চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে জাকির হাসান ফিরতেই ৪৯ রানের জুটি ভাঙে তাইজুল-জাকিরের।
এরপর দ্রুতই আরও ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রাবাথ জয়সুরিয়ার ফুল লেংথ ডেলিভারি অন ড্রাইভ করে সোজা শর্ট মিড উইকেট ফিল্ডারের হাতে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত।
১১ বলে ১ রান করেন শান্ত। এ নিয়ে সিরিজের তিন ইনিংসেই দুই অঙ্ক ছোঁয়ার আগে থামলেন বাংলাদেশ অধিনায়ক।
শান্ত ফেরার পাঁচ বল পর আউট হন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুলও। অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন তাইজুল। তার ব্যাটের কানা ছুঁয়ে বল আঘাত হানে স্টাম্পে। তাইজুল করেন ৬১ বলে ২২ রান।
১ উইকেটে ৯৬ থেকে ৪ উইকেটে ১০৫ রানে পরিণত হয়ে চাপে পরে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ করে ৪ উইকেটে ১১৫ রান।
এক বছর পর টেস্ট খেলতে নামা সাকিব আল হাসানের সঙ্গে মুমিনুল হক আছেন ক্রিজে। বাংলাদেশ প্রথম ইনিংসে পিছিয়ে আছে আরও ৪১৬ রানে।
লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো নিয়েছেন দুটি উইকেট।