বগুড়ার আদমদীঘিতে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ এপ্রিল) বিকালে উপজেলার কন্দুগ্রাম ইউনিয়নের বর্মন পাড়া এলাকার এক বাড়ি থেকে আলো রানী (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত আলো রানী ওই এলাকার মৃত নির্মলের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্র জানাযায়, প্রায় ছয় মাস আগে আলো রানীর স্বামী নির্মলের মৃত্যু হয়। তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাকিত্ব ও নিঃসঙ্গ জীবন কাটাতো। পরিবারের কোনো সদস্যদের সাথে কথাও বলতো কম। তার স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে পারিবারের লোকজনের আড়ালে সোমবার দুপুর দেড়টার দিকে ঘরের সিলিংয়ের সাথে শাড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পরিবারের।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।