একটি জাতীয় দৈনিকে পুঁজিবাজারে নজরদারি সফটওয়ারের অবৈধ সংযোগ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসি জানিয়েছে, কমিশনের সার্ভেইল্যান্স ডিপার্টমেন্ট পুঁজিবাজারে প্রতিদিনের লেনদেন পর্যবেক্ষণ অথবা নজরদারি করে থাকে। দাপ্তরিক প্রয়োজনে অর্পিত দায়িত্বের কারণে এসইসির পরিচালক (সার্ভেইল্যান্স) কমিশনের সার্ভেইল্যান্স সংক্রান্ত ডেটা অথবা তথ্য পর্যালোচনাপূর্বক কমিশনে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রিপোর্ট উপস্থাপন কাজের নেতৃত্ব প্রদান করেন। এ বিভাগের সমস্ত তথ্য ও তথ্যের গোপনীয়তা কমিশন কর্তৃক নিশ্চিত করার দাবি জানিয়েছে এসইসি।
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পরিচালক (সার্ভেইল্যান্স) এর বিদ্যমান সংযোগটি কোনো চক্রের মাধ্যমে নয় বরং দাপ্তরিক প্রয়োজনেই প্রদান করা হয়েছে এবং যা দীর্ঘকাল যাবৎ বলবৎ রয়েছে। এ ছাড়া প্রকাশিত সংবাদে তথ্য পাচার সংক্রান্ত যে বিষয়টি আলোচনায় এসেছে তা রহিত করার নিমিত্তে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ কমিশনে প্রদানের অনুরোধ জানিয়েছে এসইসি।