মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

সাগর-রুনি হত্যা মামলা

১০৭ বারেও প্রতিবেদন আসেনি আদালতে 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৪৪ এএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ১০৭ বারেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার ধার্য তারিখে প্রতিবেদন না আসায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক নতুন করে আগামী ১৬ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ১০৬ বারেও প্রতিবেদন না আসায় নতুন করে ২ এপ্রিল দিন ধার্য করেছিল আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত