শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

অভিযোগপত্র দাখিল

ইসলামি বক্তা আমির হামজা ‘জঙ্গি সহযোগী’

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০১:৫৯ এএম

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে আলোচিত ইসলামি বক্তা আমির হামজাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাজেরো জিপগাড়ি নিয়ে ঘুরতেন আমির হামজা। তিনি জননিরাপত্তা বিঘ্নিত ও জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ইসলামি শরিয়াহ আইন প্রতিষ্ঠায় কাজ করতেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক কাজী মিজানুর রহমান গত ২৮ মার্চ সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্রটি জমা দিয়েছেন। গতকাল বুধবার এ তথ্য জানা যায়।

অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন, মেহেদী হাসান, অলিউন নবী সবুজ, মো. কাদের কিবরিয়া সাগর ও এম যুবায়ের আহমেদ। তবে মো. আসাদুজ্জামান আসাদ, তাসনিমুল করিম রিজভী ও আব্দুল্লাহ আল আমিন নামে চারজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত