শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বিশ্বকাপে বাংলাদেশ দলে কোন ১৫ জন!

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের আসরটি। মার্কিন মুল্লুকে টুর্নামেন্টের আগে একটি সিরিজও খেলবেন নাজমুল হোসেন শান্তরা। শেষবেলায় ভিসা নিয়ে জটিলতায় পড়তে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই আগেভাগে সেরে রাখছেন ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়া।

আজ সকালে মিরপুরে একত্রিত হন ক্রিকেটাররা। এরপর মিরপুর থেকে টিম বাসে রওনা হন বারিধারাস্থ আমেরিকান দূতাবাসের উদ্দেশে। দ্রুতই ভিসা কার্যক্রম সারতে ক্রিকেটাররা যান দূতাবাসে। আর সেখানে বিশ্বকাপকে সামনে রেখে যেসব ক্রিকেটাররা ভাবনায় রয়েছেন তাদের বায়োমেট্রিক সম্পন্ন করে রাখছে বিসিবি।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। ২৩ ক্রিকেটারের সঙ্গে ১২ টিম ম্যানেজমেন্ট সদস্য ভিসার জন্য আবেদন করেছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত