দুই বধূ এক স্বামী
ঈদের ষষ্ঠ দিনে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘দুই বধূ এক স্বামী।’ এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ। প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
ডুব
দীপ্ত টিভিতে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ডুব। পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে অভিনয় করেছেন ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা।
অসম্ভব
চ্যানেল আইয়ে ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে ‘অসম্ভব’। পরিচালনায় অরুণা বিশ্বাস। চলচ্চিত্রটিতে অরুণা বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ, স্বাগতাসহ অনেকে।