সবগুলো ম্যাচেই ছিলেন। পেয়েছেন উইকেটের দেখাও। তবুও নাসুম আহমেদ ছিলেন যেন আড়ালে। তিনি যে সেই অর্থে জ্বলে উঠতে পারেননি। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে শেষ রাউন্ডের লড়াইয়ে এসে নিজের স্পিন ভেলকি দেখালেন তিনি। তাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন হয়েছে চুরমার।
মোহামেডানের হয়ে নাসুম শিকার করেছেন ৫ উইকেট। ১০ ওভার বল ঘুরিয়ে দুই মেইডেনসহ মাত্র ২২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। তাতে ব্রাদার্স গুটিয়ে যায় ১৩৫ রানেই।
দলটির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন রাহাতুল ফেরদৌস জাভেদ ও মাহমুদুল হাসান। জাকিরুল আহমেদ জেম করেন ২৫ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের রানের দেখা পাননি।
মোহামেডানের হয়ে নাসুমের ৫ উইকেট ছাড়াও মেহেদি হাসান মিরাজের ঝুলিতে গেছে ৩ উইকেট। ৭.৩ ওভারে ২৮ রান খরচা করেন তিনি। এছাড়া আবু হায়দার রনি ও আসিফ হাসান রাতুল নেন একটি করে উইকেট।