মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

নানা আয়োজনে বন্ধনের নববর্ষ বরণ

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পিএম

পান্তাইলিশ ও হরেক রকমের বাঙালী খাবার পরিবেশন সাথে সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে ভার্চুয়াল প্লাটফর্ম 'বন্ধন'। গত ১৯ এপ্রিল (শুক্রবার) আর্মি গল্ফ ক্লাবে গুণীজন সংবর্ধনা, ঈদ পূর্ণমিলনী ও বৈশাখী উৎসবের এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিল্পী, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠ শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, প্রাক্তন মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাইকে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতন করতে পারি, নতুন প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে লিখতে হবে, বলতে হবে।'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত