বগুড়ার শিবগঞ্জে বাসের চাপায় নাজমুল ইসলাম (২০) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (২১ এপ্রিল) দুপুর সোয়া ৩টার দিকে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে মোকামতলার গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি মোকামতলা বাজারের কসমেটিক্স ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকামতলা থেকে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে যাত্রীবাহী বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজমুল।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোকামতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।