মুহাম্মদ আরিফুর রহমান
সহকারী অধ্যাপক
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
চতুর্থ অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
বহুনির্বাচনী
১. কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিম সত্তার অধিকারী বলা হয়?
ক. অংশীদারি খ. সমবায় গ. একমালিকানা ঘ. যৌথ মূলধনী
২. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
ক. পরিচালকরা খ. কর্মীরা
গ. শেয়ার হোল্ডাররা ঘ. জনসাধারণ
৩. একজন সীমিত অংশীদারের বৈশিষ্ট্য হলো
র. দায় মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ
রর. সুনাম ব্যবহারের অনুমতি দেয়
ররর. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪. পরিমেল নিয়মাবলিতে কোম্পানির কোন বিষয় লিপিবদ্ধ করা হয়?
ক. কোম্পানির নাম
খ. কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয়
গ. কোম্পানির শেয়ারহোল্ডারদের দায়দায়িত্ব
ঘ. ন্যূনতম চাঁদার পরিমাণ
৫. আহনাফ একটি রিয়েল এস্টেট ব্যবসায়ের একজন অংশীদার। সে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে এবং লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। আহনাফকে কোন প্রকারের অংশীদার বলা হবে?
ক. ঘুমন্ত অংশীদার খ. কর্মী অংশীদার
গ. সাধারণ অংশীদার ঘ. নামমাত্র অংশীদার
৬. দেশের সরকারের আইন সংশোধনের ফলে জনাব আহাদ ও তার ৬ বন্ধুর অংশীদারি প্রতিষ্ঠানটির কার্যক্রম অবৈধ হয়ে যায়। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির বিলোপ সাধন ঘটবে কীভাবে?
ক. বাধ্যতামূলক বিলোপ সাধন
খ. বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন
গ. আদালতের নির্দেশে বিলোপ সাধন
ঘ. সব অংশীদারের সম্মতিক্রমে বিলোপ সাধন
৭. ‘বাংলাদেশ রেলওয়ে’ কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক. শিল্প খ. তথ্য গ. সেবা ঘ. পরিবহন
৮. কোম্পানির স্মারকলিপিতে লিপিবদ্ধ করা হয়
র. কোম্পানির নাম
রর. কোম্পানির নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা
ররর. কোম্পানির উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৯. পেশাদারি ব্যবসায়ের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযুক্ত?
ক. অংশীদারি খ. সমবায়
গ. একমালিকানা ঘ. কোম্পানি
উত্তর
১. ঘ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. গ