দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃতির সঙ্গে সঙ্গে নিবন্ধনবিহীন সফটওয়্যারের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ খাতে ঝুঁকি তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনকৃত সফটওয়্যারের ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সফটওয়্যার বিষয়ক বৈশ্বিক সংস্থা দ্য সফটওয়্যার অ্যালায়েন্স বা বিএসএ। নিবন্ধনবিহীন সফটওয়্যার ব্যবহারে নিয়ন্ত্রণ আনা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি বলে মনে করছে আন্তর্জাতিক সংস্থাটি। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসএর জ্যেষ্ঠ পরিচালক তরুণ সাওনি বলেন, নিবন্ধনবিহীন সফটওয়্যার ব্যবহার তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে।