শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

এই দিনে

আপডেট : ১৫ মে ২০২৪, ১১:৪৪ পিএম

১৯১৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন লাতিন আমেরিকার মেহিকোর বিশ্বখ্যাত কথাসাহিত্যিক হুয়ান রুলফো। তার বিশ্ববিখ্যাত উপন্যাসটি হচ্ছে ‘পেদ্রো পারামো’। ১৯৫৫ সালে প্রকাশিত হয় রুলফোর ক্ষীণকায় এ উপন্যাস। বিশ্বখ্যাত লাতিন কথাশিল্পী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস বলেন, এ বইটি পড়েছিলেন বলেই তার পক্ষে ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’ উপন্যাসটি লেখা সম্ভব হয়েছিল। হুয়ান রুলফোকে গুরু মেনেছিলেন লাতিন

কথাসাহিত্যের কার্লোস ফুয়েন্তেসও।  হুয়ান রুলফোর ছোটগল্পের সংকলন ‘দ্য বার্নিং প্লেইন অ্যান্ড আদার স্টোরিজ’ শিরোনামে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। এই সংকলনেই রয়েছে তার বিখ্যাত গল্প ‘টেল দেম নট টু কিল মি’। ১৯৬২ থেকে ১৯৮৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত মেহিকোর ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইনডেজেনাস পিপল’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রুলফো। লেখক হিসেবেই সম্মানিত ও স্বীকৃত হলেও হুয়ান রুলফো দক্ষ একজন আলোকচিত্রীও ছিলেন। তার তোলা প্রায় ছয় হাজার ছবি রয়েছে রুলফো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। এদুয়ার্দো রিবেরো তার এক প্রবন্ধে লিখেছেন, ‘রুলফো, তার ছবি এবং তার লেখা দিয়ে, আমাদের যেন বলতে চান, দেখো! আমাদের সামনে থাকা জগৎটাকে দেখো, দুর্ভাগ্যজনক বাস্তবতার যন্ত্রণা একে কী করে বিদ্ধ করছে।  এসো, দেখো।’ খ্যাতিমান সাহিত্যিক হুয়ান রুলফো ১৯৮৬ সালের ৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত