ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. শাহ আলম (৪৭) নামে এক পত্রিকার হকারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেরাশানী এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহ আলম এ ঘটনায় বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার শাহিন মিয়া, সাদনান মিয়া, জয়িদ মিয়া, কাহার মিয়া, ফরিদ মিয়া ও আদনান মিয়ার সঙ্গে শাহ আলমের বিরোধ ছিল। গতকাল সকালে শাহ আলম পত্রিকা বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে পার্শ¦বর্তী আখাউড়া রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে তাকে অভিযুক্তরা ধরে নিয়ে পিটিয়ে আহত করে। তার কাছে থাকা ৫ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। এ সময় শাহ আলমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’