রাজবাড়ীতে প্রতিমণ ধানের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করাসহ নয় দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কালুখালী উপজেলা
কৃষক সমিতি। কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও-দেশ বাঁচাও সেøাগান ধারণ করে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালুখালী উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা কৃষক সমিতির সম্পাদক ইলিয়াস খান। এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার ম-ল, সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা কমিটির সদস্য ক¦ারী মো. শাহাবুদ্দিন, পাংশা উপজেলা কৃষক সমিতির সম্পাদক তোফাজ্জেল হোসেন প্রমুখ।