ময়মনসিংহের নান্দাইলে গভীর নলকূপ থেকে অনবরত প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। উপজেলার মুশুল্লি ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, রসুলপুর গ্রামের মৃত সুনু মিয়ার দুই ছেলে শ্যামল ও পলাশ নিজেদের প্রয়োজনে তিন বছর আগে একটি সাবমার্সেবল মোটরযুক্ত নলকূপ স্থাপন করেন। তা থেকে এখন বের হচ্ছে গ্যাস। যাতে আগুন দিলে জ্বলতে থাকে।
সুনু মিয়ার ছোট ছেলে শ্যামল জানান, ‘আমরা প্রায় তিন বছর আগে একটি মোটরযুক্ত নলকূপ বসাই। তখন থেকেই বুদবুদ এবং গড়গড় শব্দ হতো।
আমরা মনে করতাম মোটরের কোনো দিক দিয়ে হয়তো পানি লিক করছে। সম্প্রতি আমরা নতুন ঘর নির্মাণ করার পর শব্দের মাত্রা বেশি হওয়ায় আমার বড় ভাই কৌতূহলবশত পাটকাঠি দিয়ে মোটরের কাছে আগুন দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এরপর একজন ৯৯৯-এ ফোন দিলে উপজেলা থেকে লোকজন আসে।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে, জনস্বাস্থ্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। জেলা পর্যায় থেকে খনিজসম্পদ সংশ্লিষ্টদের নিয়ে আমরা সেখানে যাব।’