এরিক টেন হাগের ছাঁটাই গুঞ্জনের মাঝে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি জিতে নিয়েছে ইউনাইটেড। তাতে ৮ বছর শিরোপা ঘরে তুলেছে তারা। আলেজান্দ্রো গারানচো ও কোবে মাইনুর গোলে ২-১ গোলে সিটিকে হারায় তারা। খেলা শেষে সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, পরিকল্পনায় ঘাটতি ছিল তাদের।
সংবাদ সম্মেলনে গার্দিওয়ালা ম্যানইউকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমি মনে করি আমার পরিকল্পনায় ঘাটতি ছিল। দ্বিতীয়ার্ধ অনেক ভালো ছিল। আমরা ২-০ গোলে পিছিয়ে ছিলাম বলে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। তাতে লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছিল। তবে আমাদের হারানোর কিছুই ছিল না।’
ম্যানইউয়ের প্রশংসা করে পেপ বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। গোল হতে পারত, কিন্তু সেটা সহজ ছিল না। কারণ তারা আমাদের খেলোয়াড়দের কড়া পাহাড়ায় রেখেছিল। কিন্তু আমরা সুযোগ পেয়েছিলাম ঠিকই, তবে দুর্ভাগ্যবশত আমরা একটু দেরিতে গোল পেয়েছি।’
চারটি লিগ কাপ ও দুটি এফএ কাপ জয়ের পর এই প্রথম ইংল্যান্ডের কোনো ঘরোয়া কাপের ফাইনালে হেরেছেন গার্দিওলা, ‘এটা স্বাভাবিক যে দলগুলো ফাইনালে হারতে পারে কিন্তু এই মৌসুমটা অসাধারণ ছিল, সব ট্রফির জন্য দারুণভাবে লড়াই করেছে। আমরা বিশ্রাম নেব এবং আগামী মৌসুমে ফিরে আসব।’
গার্দিওলা আরও বলেন, ‘আমার সিদ্ধান্তের জন্য, আমরা তাদের আক্রমণ করার জন্য সঠিক অবস্থানে ছিলাম না। আমার ভুল, আমার ম্যাচ পরিকল্পনা ভালো ছিল না। খেলোয়াড়রা এর কারণ জানে। ট্যাকটিক্যালি ভালো হয়নি। আজ আমি ভালো ছিলাম না। বিভিন্ন পজিশনের জন্য একটি গেম পরিকল্পনা করেছিলাম, কিন্তু এটি কার্যকর হয়নি। আমরা যখনই ইউনাইটেডের বিপক্ষে খেলি, আমাদের নিয়ন্ত্রণ থাকে এবং দ্বিতীয়ার্ধে আমরা তা তৈরি করেছি কিন্তু আমরা জিততে পারিনি।’