সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট : ২৬ মে ২০২৪, ০২:৩৪ পিএম

স্থগিত হওয়া কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার (২৬ মে) নির্বাচন পরিচালক-২ এর উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসাইন। 

তিনি বলেন, আগামী ৫ জুন চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের দিনেই নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত ১৪ মে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে বাধা নেই বলে জানান আদালত। 

এর আগে, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা বেগম মনোনয়নপত্র জমা দেন। তবে তিনি রায়কোট উত্তর ইউপির সদস্য পদ প্রত্যাহার না করে নির্বাচনে অংশগ্রহণ করায় তার প্রার্থীতা বাতিল করেন নির্বাচন কমিশনার। পরে তিনি প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদন নির্বাচনের একদিন আগে তার প্রার্থীতাও ফিরে পান। এ সময়ের মধ্যে ব্যালট পেপারে তার প্রতীক না থাকায় নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশনার (ইসি)। গত ১৪ মে সালেহা বেগম তার নিজের করা রিট আবেদন প্রত্যাহার করে নেন। পাশাপাশি নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। পরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তার প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এরপরেই নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য, গত ৮ মে নাঙ্গলকোট উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। তবে গত ৬ মে ওই উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত