১৬ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি। তাদের দেখা যাবে অ্যাকশন কমেডি ‘উলফস’-এ। এই দুই তারকাকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৮ সালের ক্রাইম কমেডি সিনেমা ‘বার্ন আফটার রিডিং’-এ।
কলাম্বিয়া পিকচার্স এবং অ্যাপল অরিজিনাল ফিল্মসের এই ছবির একটি টিজার ট্রেলার প্রকাশ পেয়েছে। ৩৯ সেকেন্ডের এই ট্রেলারে দেখা গেছে বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছেন ক্লুনি। বেশ বিরক্ত। এদিকে ব্র্যাড পিট বেশ অস্থির হয়ে আছেন। তবে তাদের কারও মুখেই ছিল না কোনো সংলাপ।
‘জিকিউ’-এর সূত্রে জানা গেছে সিনেমাটি ২০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এবং পরে অ্যাপল-এ স্ট্রিম করা হবে।
২০২৩ সালে ‘ডেডলাইন’-এ দেওয়া সাক্ষাৎকারে ক্লুনি জানিয়েছিলেন, সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখানোর আগে হলে মুক্তি দেওয়ার জন্য বেশ কাটখড় পোড়াতে হয়েছে ব্র্যাডপিটকে। তিনি লড়াই করে এটা আদায় করে নিয়েছেন।
সিনেমায় দুজন একা মানুষকে দেখানো হবে যাদের একটি হাই-প্রোফাইল অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির পরিচালক জন ওয়াটস সিনেমাটি পরিচালনা করেছেন।