বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কিউএস র‌্যাংকিংয়ে এগিয়েছে ঢাবি-বুয়েট

আপডেট : ০৫ জুন ২০২৪, ০২:৪১ পিএম

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সাময়িকী কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এবারের র‌্যাংকিংয়ে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান। মঙ্গলবার (৪ জুন) শিক্ষাবিষয়ক এ সাময়িকীটি তাদের ওয়েবসাইটে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করেছে।

র‌্যাংকিং বিশ্লেষণ করে দেখা যায়, ২২.৫০ সামগ্রিক নম্বর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের অবস্থান ৫৫৪তম। গতবারের র‌্যাংকিংয়ে যা ছিল ৬৯১-৭০০তম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭৬১-৭৭০তম। গতবার ৮০১-৮৫০-এর মধ্যে অবস্থান ছিল এ বিশ্ববিদ্যালয়টির।

এর পরেই রয়েছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি, যার অবস্থান ৯০১-৯৫০তম। তবে, তালিকায় জায়গা পেলেও পিছিয়ে পড়েছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি। গতবার বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৮৫১-৯০০তম এরমধ্যে।

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৫: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক তালিকা প্রকাশ করেছে। এতে র‌্যাংকিংয়ে সেরা ৬০০টি বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়।

কিউএসের এবারের র‌্যাংকিংয়ে বিশ্বের ১ হাজার ৫০৩টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ ১০০-তে ১০০ স্কোর নিয়ে এবারও প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের লন্ডনের ইমপেরিয়াল কলেজ ও তৃতীয় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় ১০০০-এর ওপরে অবস্থান করা অন্য ১২টি বিশ্ববিদ্যালয় হলো- ব্র্যাক বিশ্ববিদ্যালয় (১০০১-১২০০তম), ১২০১-১৪০০তম এরমধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এ ছাড়াও, তালিকায় ১৪০১ থেকে এর ওপরে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত