সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

স্মার্টফোনকে টিভির রিমোট বানাবেন

আপডেট : ০৮ জুন ২০২৪, ১২:৪৮ এএম

টিভির রিমোট কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না।  কিংবা ব্যাটারি নেই, কাজ করছে না। এ সময় কী করবেন বুঝে উঠতে পারছেন না। এ ক্ষেত্রে নিজের স্মার্টফোনটিকেই বানিয়ে ফেলতে পারেন টিভির রিমোট। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করা যাবে।

যেভাবে স্মার্টফোনকে রিমোট বানাবেন

 প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে।

 এরপর গুগল টিভি অ্যাপ ফোনে ডাউনলোড করে ইনস্টল করুন।

 টিভি এবং ফোন একই ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে।

 টিভিতে ব্লুটুথ সাপোর্ট করলেও এই ফিচার ব্যবহার করা যাবে।

 এরপর ফোনের মধ্যে গুগল টিভি অ্যাপ চালু করুন।

 স্ক্রিনের নিচে ডান দিকের কোণে যে রিমোট বাটন রয়েছে সেখানে ট্যাপ করতে হবে।

 এবার অ্যাপের সাহায্যে ডিভাইস স্ক্যান করতে হবে।

 আপনার টিভি সেট খুঁজে পাওয়া গেলে টিভি স্ক্রিনে একটি ইউনিক কোড দেখতে পাওয়া যাবে।

 কোডটি অ্যাপের মধ্যে প্রবেশ করালে টিভি এবং আপনার ফোনের পেয়ারিং সফলভাবে সম্পন্ন হবে।

 একবার পেয়ারিং হয়ে গেলে অনায়াসে স্মার্টফোনটি টিভি রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত