এবারের বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ পাইয়ে দেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে শ্রীলঙ্কার ২১ রানের মাথায় তিনি ফেরান কুশল মেন্ডিসকে।
এরপর শ্রীলঙ্কাকে টানেন পাথুম নিশাঙ্কা। তবে নিজের করা দুই ওভারে দুই শিকার তুলে নেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে তিনি ফেরান কামিন্দু মেন্ডিসকে। দ্বিতীয় ওভারে তুলে নেন বিধ্বংসী হয়ে ওঠা নিশাঙ্কার উইকেট।
২৮ বরে ৭ চার ও ১ ছক্কা ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন নিশাঙ্কা। দলীয় ৭০ রানে ফেরেন তিনি। ১০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭৪ রান।