জামালপুর পৌর শহরের গেইটপাড় এলাকা থেকে গত শুক্রবার রাতে জাকির হোসেন ইমন চৌধুরী (৪০), সোহেল রানা (২১) ও সারফিন আহমেদ তানভীর (২৫) নামে তিন ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।
আটক জাকির হোসেন ইমন চৌধুরীর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায়। সোহেল রানার বাড়ি একই জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম এলাকায় ও সারফিন আহমেদ তানভীরের বাড়ি হববিগঞ্জের লাখাই উপজেলার লক্ষ্মীপুরে।
সদর থানার ওসি বলেন, দীর্ঘদিন ধরে তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।