কুমিরের সঙ্গে লড়াই করার কথা ভাবতে পারছেন। এটাও এক ধরনের পেশা। আর এই পেশাজীবীরা নিজের জীবন নিজের হাতে করে কুমীরের মুখে দিয়ে আসার মতো কাজ করেন। খেলা দেখানোর সময় এই পেশাজীবীদের শরীরের বিভিন্ন অংশ কুমীরের মুখেও দিতে হতে পারে! কুমিরের সঙ্গে খেলা করা আর জীবন হাতে নিয়ে খেলা করা অনেকটা একই কথা। শুধু যে আপনি কুমিরের সঙ্গে খেলবেন তাও কিন্তু নয়, আপনার সঙ্গে কুমিরও বিভিন্ন কসরত দেখাবে। আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। এই পেশার উপার্জনও অনেক ভালো। ঘণ্টায় ৮ ডলার বা তারও বেশি উপার্জনের সুযোগ রয়েছে।