দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রান তাড়ায় শেষ দুই বলে দরকার ৬, মাহমুদউল্লাহ লং অনে উড়িয়ে মারলেন কেশব মহারাজের বল। কিন্তু বাউন্ডারি লাইন পার হওয়ার আগেই সেটি তালুবন্দি করলেন এইডেন মার্করাম। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪ রানে।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাই নার্ভাস ছিল, কিন্তু আত্মবিশ^াসী ছিলাম যখন জাকের ছিল। এটা ঘটেনি (জয়)।’
বল হাতে ১৮ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। তানজিমের প্রশংসায় শান্ত বলেন, ‘তানজিম সত্যিই গেল কয়েকটি ম্যাচে কঠোর পরিশ্রম করেছে, আমাদের নতুন বলে উইকেট দরকার ছিল এবং সে সেটা করে দেখিয়েছে।’
এরপরই ম্যাচ হারের হতাশার কথাটি বলেছেন বাংলাদেশ অধিনায়ক। ‘এ ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, আমরা প্রায় করেই ফেলেছিলাম কিন্তু শেষ কয়েক ওভারে ওরা ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতেই পারে।’
রিশাদ হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন। তবে প্রোটিয়াদের বিপক্ষে তিনি ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। ম্যাচে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার ছিলেন রিশাদই।
তবু শান্তর কণ্ঠে ঝরল রিশাদের প্রশংসা। বলেন, ‘রিশাদ খুব ভালো, গত দুই ম্যাচে ও প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করেছে। আমরা ১০-১৫ বছরে লেগ স্পিনের সঙ্গে লড়াই করেছি, তবে আশা করি সে অনেক দূর যাবে।’
বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দুই ম্যাচেই পেয়েছেন মাঠে আসা দর্শকদের সমর্থন। বাংলাদেশের পরের দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। সেখানেও সমর্থন পাওয়ার আশা ব্যক্ত করেন নাজমুল।