কাগজে-কলমে শক্তিতে পিছিয়ে থাকা দলগুলো চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখাচ্ছে চমক। আইসিসি সহযোগী দেশগুলোর পারফরম্যান্সে অনুপ্রাণিত নেপালও। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারাতে আত্মবিশ্বাসী তারা।
বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেপাল। ম্যাচের আগে নেপাল অধিনায়ক রোহিত পাউডেল বলেন, ম্যাচে তারা নয়, চাপে থাকবে লঙ্কানরা।
সংবাদ সম্মেলনে রোহিত পাউডেল বলেছেন, 'হ্যাঁ, অবশ্যই (শ্রীলঙ্কাকে হারাতে আশাবাদী)। এই বিশ্বকাপে সহযোগী দলগুলো টেস্ট খেলুড়ে দেশগুলোকে হারাচ্ছে। আর এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা, বিশেষ করে, আগামীকালের ম্যাচের জন্য। তাই দল হিসেবে বিশ্বাস করি, আগামীকাল আমরা জিতব।'
শ্রীলঙ্কা ম্যাচটি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে নেপালের দ্বিতীয়। প্রথম ম্যাচে তারা হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর শ্রীলঙ্কা নিজেদের প্রথম দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হেরেছে। তাই নেপালের বিপক্ষে লঙ্কানদের জয়ের বিকল্প নেই সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে।
নেপাল অধিনায়ক রোহিত আরও বলেন, 'এই টুর্নামেন্টে তাকালে দেখা যাবে অনেক উত্থান-পতন হয়েছে। তাই আমরা বিশ্বাস করি, দল হিসেবে আমাদের চেয়ে বেশি চাপ থাকে টেস্ট খেলুড়ে দেশের ওপর। আমরা চাপটা কাজে লাগাব, চাপ তৈরি করব। ম্যাচটা আমরা জিততে চাই।'