‘প্রিন্সেস ডায়ানা’ নামে যাত্রাপালার এক নর্তকীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর। ঈদের এই নাটকের নাম ‘প্রিন্সেস ডায়ানা’।
উর্বশী রাউতেলার সঙ্গে পাকিস্তানি পেসার নাসিম শাহকে জড়িয়ে কম আলোচনা হয়নি। এবার এই ক্রিকেটারে মুগ্ধ আরেক ভারতীয় অভিনেত্রী সোনম বাজওয়া
আশির দশকের মাঝামাঝি সময়ে এফডিসিতে শুটিংয়ের ফাঁকে অঞ্জনা ও সুনেত্রার পরিচয়। সুনেত্রা নাকি নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন, জানালেন অভিনেত্রী
ভারতে এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয়েছে কোনো মুসলিম প্রতিনিধি ছাড়াই। অভিনেতা নাসিরুদ্দিন বলেন, বিষয়টা অবসাদগ্রস্ত হয়ে পড়ার মতোই। কিন্তু কোনোভাবেই আমায় অবাক করেনি। মুসলিমদের প্রতি ঘৃণা এদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে।
কঙ্গনা বললেন, আমার দাদু ছিলেন এমএলএ। তাকে খুব কাছ থেকে দেখেছি। আমার রক্তেই রাজনীতি রয়েছে। এমনকি, আমার বাবাও একবার ভোটে দাঁড়ানোর অফার পেয়েছিলেন।
১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জেপি দত্তর ছবি ‘বর্ডার’। দীর্ঘ ২৭ বছর পর আসছে সেই ছবির সিক্যুয়েল ‘বর্ডার ২’। ছবির সেই আইকনিক চরিত্র নিয়ে ফিরছেন ববি দেওল।