বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

হাঙ্গেরিকে হারালো সুইজারল্যান্ড

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯:৪০ পিএম

ফিফা র‌্যাংকিংয়ে হাঙ্গেরির (২৬) চেয়ে এগিয়ে সুইজারল্যান্ড (১৯)। সেই এগিয়ে থাকা মাঠেও বজায় রইলো। শনিবার ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে সুইসরা ৩-১ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে হাঙ্গেরির বিপক্ষে শেষ চার ম্যাচেই জিতল সুইজারল্যান্ড।

বল দখলে দুই দল ছিল প্রায় সমান। তবে গোলমুখে শটে নেওয়াতে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। গোলমুখে মোট ১৫টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখেন গ্রানিত জাকা-ব্রিল এমবোলোরা। হাঙ্গেরির ৬ শটের দুটি থাকে লক্ষ্যে।

ম্যাচের ১২ মিনিটে কাওয়াদো দুয়াহ গোল করলে এগিয়ে যায় সুইসরা। সুইজারল্যান্ডের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই গোল পেলেন এই সেন্টার ফরোয়ার্ড। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিচেল এবিসচের। ৬৬ মিনিটে বার্নাবাস ভার্গা গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। কিন্তু ম্যাচের যোগকরা সময়ে সুইজারল্যান্ডের এমবোলো স্কোর ৩-১ করেন।

এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার সুইজারল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। একই দিনে হাঙ্গেরি খেলবে জার্মানির বিপক্ষে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত