মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

বিয়ে করছেন সায়ন্তনী গুহঠাকুরতা!

আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:৫২ পিএম

টলিপাড়ার প্রেম গুঞ্জনে মাঝে মধ্যেই শোনা যায় সায়ন্তনী গুহঠাকুরতার প্রেমকাব্য। কয়েক মাস আগে তার সঙ্গে নাম জুড়েছিল অভিনেতা জিতু কমলের। তবে এবার আর কোনও গুঞ্জন নয়। সায়ন্তনী নাকি বিয়ে করতে চলেছেন!

সায়ন্তনীর বিয়ের খবরে রয়েছে টুইস্ট। আসলে এই বিয়ে পুরোটাই ফিল্মি কাণ্ড। পরিচালক রাজর্ষি দের ‘এবার দার্জিলিং’- ছবিতেই সাত পাকে বাঁধা পড়বেন সায়ন্তনী।

এক সংবাদ মাধ্যমকে সায়ন্তনী জানিয়েছেন, সবটাই হচ্ছে পর্দায়। রাজর্ষি দে-র আগামী ছবি এবার দার্জিলিং ছবিতে অভিনয় করছি। বিবাহিত নারীর চরিত্র। সেখান থেকেই এই খবর ছড়িয়েছে।

ছবিতে সায়ন্তনী কার গলায় মালা দিতে চলেছেন? সেখবর অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, রাজর্ষির এই ছবিতে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এর আগেও রাজর্ষির ছবিতে অভিনয় করেছেন রাহুল। তবে শুধু রাহুল নয়, এই ছবিতে রয়েছেন ব্রাত্য বসু, অঞ্জন দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, পূজার পরে দার্জিলিংয়ে শুটিং হবে এই ছবির।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত