রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার ও পুরানো পল্টনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। তাঁরা ভবঘুরে বলে নিশ্চিত করেছে পুলিশ। গতরাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীতে ও ভোর সাড়ে ৫টায় পল্টনে এই দুর্ঘটনা দুটি ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আনুমানিক ৩২ বছর বয়সি ওই ব্যক্তি অনেক বছর যাবত পুরানো পল্টন মোড়ে থাকতো। সেখানে রোড ডিভাইডারের ওপর ঘুমাতো। আজ ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাক রোড ডিভাইডারের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। পরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এদিকে, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হীরামন বিশ্বাস জানান, অজ্ঞাতনামা ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিও ভবঘুরে। গতরাত সাড়ে ১১টার দিকে সে যাত্রাবাড়ী জনপদ মোড়ে সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠে। সেখানে কোন যানবাহনের ধাক্কায় নিহত হন তিনি। পরবর্তীতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ কর্মকর্তারা।