বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সুবর্ণচরে বৃদ্ধকে গলা কেটে হত্যা

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০১:৪৬ এএম

নোয়াখালীর সুবর্ণচরে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল খালেক ওরফে খাজা মিয়া (৮০) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর রশিদ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল রবিবার সকালে বাড়ির সামনে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

জানা যায়, বৃদ্ধ খাজা মিয়া এক সময় স্থানীয় বাজারের চা দোকানি ছিলেন। গত শনিবার রাত ৯টার দিকে তিনি স্থানীয় বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু ঘরে পৌঁছাননি। সকালে তার স্ত্রী ফজর নামাজ পড়তে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনে স্বামীর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহতের স্বজনরা বলেন, তিনি খুবই সহজ-সরল লোক ছিলেন। তার সঙ্গে কারও বিরোধ ছিল না।

চরজব্বর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া জানান, হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তবে ক্লু-লেস এ হত্যাকা-ের বিষয়ে আমরা কাজ শুরু করেছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত