যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টাকারীর পরিচয় জানিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। হামলাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস। ডিএনএ এবং বায়োমেট্রিকস পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। তিনি রিপাবলিকান পার্টিরই নিবন্ধিত ভোটার ছিলেন। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় ওই হামলার কয়েক সেকেন্ডের মধ্যে সিক্রেট সার্ভিসের এজেন্টরা সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী ক্রুককে গুলি করে হত্যা করেন। খবর বিবিসি। পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা টমাস ম্যাথিউ ক্রুকস সমাবেশের মঞ্চ থেকে ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কমপক্ষে আটটি গুলি ছোড়েন। গুলির এ ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে এফবিআই।
আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ঘটনাস্থলে ক্রুকসের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, এজন্য অন্য উপায় অবলম্বন করে তাকে শনাক্ত করতে হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাটলার এলাকায় যেখানে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে ৭০ কিলোমিটার ও প্রায় এক ঘণ্টার দূরত্বে পেনসিলভানিয়ারই বেথেল পার্ক এলাকায় বসবাস করতেন ক্রুকস। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন গতকাল রবিবার জানিয়েছে, ক্রুকস যে এলাকায় বসবাস করতেন সেই বেথেল পার্কের আকাশসীমা ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে’ বন্ধ রেখেছে তারা।
ক্রুকসের অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোটসংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, তার জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী, তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে ‘সক্রিয়’ হিসেবে লেখা হয়েছে।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা বিশ্লেষণ করে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে এ আর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের জমা দেওয়া নথি অনুযায়ী, বয়স যখন ১৭ বছর, তখন ‘অ্যাক্টব্লু’ নামে একটি সংগঠনে ১৫ ডলার অনুদান দিয়েছিলেন ক্রুকস। এ সংগঠন বামপন্থি ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে। ক্রুকসের ওই অনুদান ‘প্রোগ্রেসিভ টার্নআউট প্রজেক্ট’ নামে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত একটি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে থাকা এ গোষ্ঠীটি ডেমোক্র্যাটদের জড়ো করে ভোট দেওয়ার ব্যবস্থা করে। তারা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস (৫৩) সিএনএনকে বলেছেন, কী ঘটেছে, তা বোঝার চেষ্টা করছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার আগে ছেলের সম্পর্কে কিছু বলতে চান না।
সংবাদমাধ্যম পিটসবার্গ ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে পাস করেছিলেন ক্রুকস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় ‘স্টার অ্যাওয়ার্ড’ হিসেবে ৫০০ ডলার পুরস্কার পেয়েছিলেন।
নিউ ইয়র্ক টাইমস ২০২২ সালের এক স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের ভিডিওর কথা উল্লেখ করে বলেছে, ওই অনুষ্ঠানে ক্রুকস তার হাই স্কুল ডিপ্লোমা গ্রহণ করার সময় করতালির শব্দ শোনা গেছে। ওই অনুষ্ঠানের ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে, তাতে দেখা গেছে, চশমা চোখে ক্রুকস কালো গ্র্যাজুয়েশন গাউন পরে স্কুলের এক কর্মকর্তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। রয়টার্স তাৎক্ষণিভাবে এ ভিডিওর সত্যাসত্য যাচাই করতে পারেনি।
ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়, ভোটার নিবন্ধনে ক্রুকস যে ঠিকানা দিয়েছিলেন সেই বাড়ির সামনে আইনপ্রয়োগকারী সংস্থার বহু গাড়ি ভিড়ে আছে। বাড়ির পুরো অংশটি পুলিশের হলুদ নিরাপত্তা টেপ দিয়ে ঘেরা আর তার বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে।