নিরাপত্তা দেওয়ার নামে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)। গত শুক্রবার তাদের তুলে নেওয়ার পর ডিবির পক্ষ থেকে বলা হয়, নাহিদসহ বাকিদের নিরাপত্তা দেওয়ার জন্যই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর এক দিন পর গতকাল বিকেলে নাহিদের সঙ্গে দেখা করতে ডিবি অফিসে যান নাহিদের মাসহ পরিবারের অন্তত পাঁচজন সদস্য। তবে তাদের ডিবি অফিসে ঢুকতে দেয়নি পুলিশ।
তাদের আটকে দেওয়া হয় ডিএমপি হেডকোয়ার্টার সংলগ্ন ইস্কাটন এলাকার মিন্টো রোডের পূর্বপ্রান্তের শেষাংশে সড়কদ্বীপে কোতয়ালের ভাস্কর্যের পাশেই। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করেও তারা ডিবি কার্যালয়ের সামনে যেতে পারেনি। একপর্যায়ে সেখনেই গণমাধ্যমের সামনে কথা বলেন নাহিদের মা মমতাজ নাহার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘নিজের পরিবার বা মায়ের আঁচলের চেয়ে পুলিশের হেফাজতে কীভাবে কেউ নিরাপদ থাকবে! আমরা ওকে দেখার জন্য ডিবি অফিসে প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের নিষেধ করা হয়েছে। সে (নাহিদুল) বা আমরা (পরিবারের) কেউই পুলিশের কাছে কোনো নিরাপত্তা চাইনি।’
বিস্তারিত পড়ুন এখানে