শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

‘পুষ্পা ২’-এর অ্যাকশন দৃশ্য ফাঁস, চটলেন আল্লু অর্জুন!

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৫:৫৭ পিএম

কয়েক দফায় মুক্তির তারিখ পিছিয়ে এখন শেষ পর্যায়ের শুটিং চলছে ‘পুষ্পা ২’ সিনেমার। শুটিংয়ের সময় একটি দৃশ্যও যেন ফাঁস না হয়, তা নিয়ে ছিল কড়া নিরাপত্তা। এরমধ্যেই ফাঁস হয়ে গেল শুটিংয়ের ভিডিও ফুটেজ। যেখানে একেবারে অ্যাকশন লুকে দেখা গেল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। সোশ্যালে ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হওয়ার রীতিমতো রেগে গেছেন আল্লু।

সূত্রের খবর, পুরো শুটিং টিমের উপর ক্ষোভ উগরে দিয়েছেন আল্লু অর্জুন।

কয়েকমাস আগেই জানানো হয়েছিল, ‘পুষ্পা ২’ ছবি ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে। তবে এবার শোনা যাচ্ছে, এই ছবির বেশ কিছুটা শুটিং এখনও হওয়া বাকি। সেই কারণে নাকি পেছাতে পারে এই ছবির মুক্তি। এমনকী, শোনা যাচ্ছে, ভিএফএক্সেরও কাজ বাকি থাকায় প্রযোজকরা মুক্তি পিছিয়ে দিচ্ছে। ঝলক, প্রথম গান প্রকাশ্যে এনেও হঠাৎ ‘পুষ্পা ২’-এর মুক্তি পিছিয়ে যাওয়ার ফলে রীতিমতো হতাশ আল্লু অর্জুনের অনুরাগীরা।

ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ১৫ আগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর নাকি মুক্তি পাবে ‘পুষ্পা ২’। যেহেতু ‘পুষ্পা’ও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, সেই কারণে ডিসেম্বরকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত