বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ওড়িশায় মিলল সোনার খনি!

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৮:০৯ পিএম

ভারতের ওড়িশায় এবার সোনার খনির সন্ধান মিলেছে। ওড়িশার দেওঘর জেলার আরাস রামপল্লী এলাকায় মাটির নীচে সোনা মজুত আছে বলে খবর মিলেছে। জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া ইতিমধ্যেই এ নিয়ে তথ্য অনুসন্ধান শুরু করেছে। 

তবে রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে এই সোনার খনির নিলাম করার উদ্যোগও নেওয়া হতে পারে বলে খবর হিন্দুস্তান টাইমসের।  বৃহস্পতিবার ওড়িশা রাজ্যের স্টিল ও খনি দফতরের মন্ত্রী বিভূতি জেনা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এবারই প্রথম ওড়িশা সরকার একটি সোনার খনিকে নিলামে তুলতে যাচ্ছে।

কংগ্রেস বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতির উত্থাপন করা একটি প্রশ্নের উত্তরে মন্ত্রী বিভূতি জেনা জানিয়েছেন, জিএসআই তাদের প্রাথমিক সমীক্ষায় গোপাউর, গাজীপুর এলাকায় মাটির নীচে সোনার উপস্থিতি টের পেয়েছিল। এই জায়গাগুলো কেওনঝাড় জেলার মধ্যে পড়ছে। ১৯৮১-৮৩ সাল ও ১৯৮৯-৯৬ সালের মধ্যে এই সমীক্ষা হয়েছিল। 

এদিকে এর আগে একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ওড়িশার কেওনঝাড় ও ময়ূরভঞ্জ জেলায় মাটির নীচে সোনা আছে। দেওঘরের একটি জায়গায়, কেওনঝাড়ের চারটি আলাদা জায়গায় ও ময়ূরভঞ্জের চারটি জায়গায় এই সোনার খনি থাকতে পারে বলে মনে করা হতো আগে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত