জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ক্যাম্পাস’ গত ১৯ জানুয়ারি আয়োজন করে নবীনবরণ উৎসব। এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ষষ্ঠ এভারেস্টজয়ী ডা. বাবর আলী।
পরিবেশবাদী সংগঠন গ্রিন ক্যাম্পাসের অন্যতম উদ্দেশ্য হলো পরিবেশের সঙ্গে মানুষের আত্মিক যোগ স্থাপন করা। একটি সবুজ সুস্থ পরিবেশ মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংগঠনটি মনে করে, সবুজায়নের প্রকৃত সফলতা তখনই সম্ভব, যখন তা মানুষের হৃদয়ে ও মননে জায়গা করে নেয়।
নবীনবরণ অনুষ্ঠানের প্রধান বক্তা এভারেস্টজয়ী ডা. বাবর আলী তার বক্তব্য জীবনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার সময় মানসিক দৃঢ়তার সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করেন। পর্বতারোহণের এই যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘পর্বতের চূড়ায় ওঠা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে নতুন অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। পরিবেশের প্রতিকূলতায় মানুষের প্রকৃত রূপ চেনার সুযোগ পেয়েছি। প্রত্যেকের জীবনের চাহিদা ও চ্যালেঞ্জ ভিন্ন। সফল হতে হলে নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে এগিয়ে যেতে হয়।’
নবীনবরণ-২০২৫ অনুষ্ঠানে নতুন সদস্যদের উপহার দেওয়া হয় পরিবেশবান্ধব গাছ। অনুষ্ঠানে প্রদর্শিত হয় গ্রিন ক্যাম্পাসের সদস্য রাতুল মুন্সীর প্রামাণ্যচিত্র।
অনিরুদ্ধ সাজ্জাদ
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়