রাজবাড়ীতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার লক্ষীপুর গ্রামের মাসুম রানা (২২), ফয়সাল মিয়া (২৫) ও সদর থানার আকন্দ বাড়ীয়া গ্রামের রাহাত আলী (৩৭)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ২৪ বোতল ফেনসিডিলসহ ফয়সাল ও মাসুম রানাকে আটক করা হয়। এর আগে তিন কেজি গাঁজাসহ রাহাত আলীকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।