সময়ের সমষ্টিই জীবন। সময় এমন একটি জিনিস, যা না যায় সঞ্চয় করা আবার না যায় বাড়ানো। সবার জন্য সময় নির্দিষ্ট। সেজন্য যারা সময়কে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে পারে, তারাই জীবনে সফল হয়। সময়ের অপব্যয় বন্ধ করতে কয়েকটি কৌশল অবলম্বন করাই যথেষ্ট।
প্রতিদিন একটি ক্ষতিকর কাজ ত্যাগ : যে কাজটি কোনো অর্থ বহন করে না, যে কাজটি থেকে প্রশান্তি, আনন্দ, অর্থ কোনো কিছুই লাভ করা যায় না, এমন একটি কাজ প্রতিদিন ত্যাগ করুন। এর ফলে সময় বাঁচবে, শ্রম বাঁচবে, অর্থ বাঁচবে।
পোশাক আগেই ঠিক করে রাখুন : অনেকেই সকালে বেশ কিছুটা সময় নষ্ট করে ফেলেন কী পরবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে। সকালে কী পরবেন তা রাতেই ঠিক করে রাখুন।
টেকসই জিনিস কিনুন : পলকা ও ফ্যাশনেবল জিনিসের পরিবর্তে টেকসই এবং আপনার সঙ্গে সর্বাবস্থায় মানানসই এমন জিনিস কিনুন। এর ফলে ঘন ঘন কেনাকাটায় সময় নষ্ট হওয়া থেকে বাঁচবেন।
কর্মতালিকা করুন : সকালে উঠেই ঠান্ডা মাথায় দিনের কাজের তালিকা করুন।
কাজের সময় ডিভাইস দূরে রাখুন : যখন কোনো কাজ করবেন, তখন স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের নোটিফিকেশন বন্ধ রাখুন, হাতের আওতার বাইরে রাখুন।
দুই মিনিট নিয়ম : অনেক সময় দীর্ঘসূত্রতার কারণে সময় নষ্ট হয়। কাজটিও করা হয় না। সময় ও সুযোগ নষ্ট হয়। এ সমস্যা থেকে বাঁচতে দুই মিনিট নিয়ম অনুসরণ করুন। কোনো নির্দিষ্ট কাজ করতে ইচ্ছে না হলে, ‘কাজটি শুধু দুই মিনিট করব’ বলে শুরু করুন। একবার শুরু করলে শেষ করা সহজ হবে।