সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহকে পুনরায় দাফন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ পিএম

ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর লাশ উত্তোলন করে পুনরায় দাফন করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি তাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানাবে সশস্ত্র গোষ্ঠীটি। এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এ তথ্য জানান।

হিজবুল্লাহ প্রধান বলেন, বৃহৎ জনসমাগমের মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ জানাজা আয়োজনের মাধ্যমে সাবেক শীর্ষ নেতাকে সমাহিত করা হবে। 

তিনি বলেন, ‘নাসরাল্লাহ এমন এক সময় নিহত হন যখন পরিস্থিতি জটিল ছিল। ফলে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে অস্থায়ীভাবে দাফন করা হয়েছিল। নাসরাল্লাহর পাশাপাশি হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা হাসেম সাফিয়েদ্দিনের মরদেহও সেদিন পুনরায় দাফন করা হবে। নাসরাল্লাহ হত্যার কয়েক দিন পর আরেকটি ইসরায়েলি হামলায় সাফিয়েদ্দিন নিহত হন।’

ভাষণে নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে সাফিয়েদ্দিন নির্বাচিত হয়েছিলেন বলে নিশ্চিত করেন নাইম কাসেম। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তিনি নিহত হন। তাই তাকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দাফন করা হবে। নাসরাল্লাহকে বৈরুতের উপকণ্ঠে একটি নির্বাচিত স্থানে দাফন করা হবে, যা পুরনো ও নতুন বিমানবন্দরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। আর সাফিয়েদ্দিনকে তার নিজ শহর দক্ষিণ লেবাননের দেইর কানউনে দাফন করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত