শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নতুন শুরু নেইমারের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

সৌদি অধ্যায়ের ইতি ঘটিয়ে ঘরের ছেলে নেইমার ফিরেছেন সান্তোসে। ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি। শুধু অংশগ্রহণ নয়, সবচেয়ে বেশিবার জেতা বিশ্বকাপ শিরোপাটি সবশেষ বার জেতার পর পেরিয়ে গেছে ২৩ বছর। সেই শিরোপা উঁচিয়ে ধরার অপূর্ণ এ স্বপ্নটি পূরণ করতে চান মহাতারকা নেইমার।

এই সান্তোসেই মাত্র ১৯ বছরের তরুণ নেইমার কোপা লিবের্তাদোরেস জিতে বুঝিয়ে দেন, তিনি ব্রাজিলিয়ান ফুটবলের নতুন রাজপুত্র। এরপর বার্সেলোনায় গড়ে তোলেন এক অবিস্মরণীয় আক্রমণত্রয়ী মেসি, সুয়ারেজ ও নেইমার (এমএসএন)। কাতালান ক্লাবটির হয়ে ২০১৫ সালে জেতেন চ্যাম্পিয়নস লিগ, যা তার ক্যারিয়ারের সেরা অর্জন। কিন্তু এর পর থেকেই শুরু হয় ব্যর্থতার অধ্যায়। চোটের ধাক্কায় বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে পারেননি। ২০২৩ সালে আল হিলালে গিয়ে রেকর্ড বেতনের চুক্তি করলেও মাত্র ৭ ম্যাচ খেলেই ছিটকে যান ইনজুরিতে। চুক্তির দেড় বছর না যেতেই সম্পর্কের ইতি টেনে ফিরেছেন ব্রাজিলে, সান্তোসে।

২০১৪ আসরে ইনজুরিতে পড়ে, ২০১৮ ও ২০২২ আসরে ব্যর্থ হয়েও তাই স্বপ্ন বুনেছেন আবার। মহাতারকা লিওনেল মেসির দেখানো পথে হাঁটতে গিয়ে নিজ দেশের ক্লাবে ফিরে চাপমুক্ত জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখানে তিনি খেলবেন শুধুই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে, ইউরোপের ক্লাব ফুটবলের চাপে জর্জরিত না হয়ে। ব্রাজিলকে যে এখনো একটি বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার মিশনটি বাকি রয়ে গেছে।

সেই মিশনের প্রথম ধাপে সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান সময় অনুযায়ী নিজের জন্মদিনেই মাঠে নামতে যাচ্ছেন নেইমার। নাম চামপিওনাতো পওলিস্তা (সাও পাওলো রাজ্য প্রতিযোগিতা) দিয়ে সান্তোসের হয়ে দ্বিতীয় যাত্রার অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নেইমারের। তার জন্য হেলিকপ্টারে চড়ে অনুশীলনে হাজির হচ্ছেন নেইমার। ক্লাব হিসেবে অনেকদিন ধরেই ভুগে চলেছে সান্তোস। তবে এই টুর্নামেন্টে ৪ ম্যাচে জয়হীন থাকার পর গত শনিবার সাও পাওলোকে ৩-১ গোলে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নেয় ক্লাবটি। আজ সপ্তম রাউন্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ বোতাফোগো। এই ম্যাচে অন্তত ৩০ মিনিট হলেও নেইমারকে মাঠে নামানো হবে বলে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে এই ম্যাচে মাঠে নামলেই আনুষ্ঠানিকভাবে নেইমার তার স্বপ্নপূরণের পথে প্রথম পদক্ষেপটি নিয়ে ফেলবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত