বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আসছে ম্যায় হুঁ না’র সিক্যুয়েল, কথা হচ্ছে ফারাহ-শাহরুখের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম

দুই দশকের বেশি সময় আগে ‘ম্যায় হুঁ না’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় পরিচালক ফারাহ খানের। শাহরুখ খানের এই সিনেমা সে সময় ব্লকবাস্টার হয়। যেখানে আরও ছিলেন সুস্মিতা সেন, জায়েদ খান, অমৃতা রাও, কিরণ খের, বোমান ইরানি, নাসিরুদ্দিন শাহ ও সুনীল শেঠি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এবার নির্মিত হতে চলেছে সিনেমাটির সিক্যুয়েল। পিঙ্কভিলার তথ্যানুযায়ী, ‘ম্যায় হু না’ রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে শাহরুখ খান এবং গৌরী খানের প্রযোজিত প্রথম সিনেমা। ফলে এটি নিয়ে তারা ভীষণ আন্তরিক। ইতোমধ্যে ফারাহ খান সিক্যুয়েলের জন্য একটি থিম নির্ধারণ করেছেন যা পছন্দ হয়েছে শাহরুখের। পরিচালক বর্তমানে লেখকদের সঙ্গে চিত্রনাট্য তৈরির কাজ করছেন।

সূত্রটি বলছে, সিক্যুয়েলে শাহরুখের সিনেমায় অন্যরকম আধিপত্য থাকবে। তিনি ফারাহ খানকে কোনো কিছুর খামতি না রাখতে বলেছেন। শাহরুখ জানেন সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনা কম নয়। তিনি পরিচালক এবং লেখকদের সততার সঙ্গে চিত্রনাট্যের কাজ করতে বলেছেন। তিনি চান সিক্যুয়েলটি যেন প্রথম সিনেমাকে ছাড়িয়ে যায়। চলতি বছরের মাঝামাঝি সিনেমার গল্প নিয়ে বসবেন শাহরুখ। এরপর সিদ্ধান্ত নেবেন সিনেমাটি করবেন কিনা।

শাহরুখের সঙ্গে ফারাহ খানের সম্পর্ক নতুন নয়। অতীতে বহু গানে, সিনেমায় তারা কাজ করেছেন। পরে ফারাহ নির্মিত ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ারের’ মতো সিনেমা করেছেন তারা।

এদিকে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ। শিগগির তিনি সিনেমাটির মাধ্যমে রূপালি পর্দায় হাজির হবেন। এতে অভিনয় করছেন সুহানা খান, অভয় ভার্মা এবং অভিষেক বচ্চন। সুজয় ঘোষের লেখা এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমাটি একটি গ্যাংস্টার ড্রামা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত