বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দ্বন্দ্বে অচল টলিউড

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

বাংলা চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত শিল্পী, পরিচালক, প্রযোজক ও টেকনিশিয়ানদের বন্ধন দীর্ঘদিনের। তবে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া ও ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্বে অচলাবস্থা বিরাজ করছে কলকাতার সিনেপাড়ায়।
কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় ও সৃজিত রায়ের কাজ আটকে যাওয়ায় নতুন করে আলোচনায় এ সমস্যা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সমস্যা নিরসনে বুধবার সন্ধ্যায় বৈঠকে বসেন টলিউডের ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। এদিন গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফেডারেশনের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করা হবে। সমস্যা শেষ হয়ে শুটিং যেন শুরু হয়, সেই ভাবনা থেকে ডিরেক্টরস গিল্ডের সদস্যরা ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে আলোচনার জন্য চিঠি পাঠিয়েছিল।

যদিও বৃহস্পতিবারও ফেডারেশনের পক্ষে এখনো কোনো জবাব মেলেনি। ফেডারেশনের সদুত্তর না পেলে পরিচালকরা আজ থেকে ফের কর্মবিরতির ডাক দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে টলিউডে নতুন করে অচলাবস্থার সম্ভাবনা জোরালো হয়েছে। 
ডিরেক্টরস গিল্ডের বৈঠকের পর অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘ফেডারেশনের আচরণ দেখে মনে হচ্ছে, আমরা যেন অপ্রয়োজনীয়। একইভাবে পাশে পাচ্ছি না প্রযোজক, চ্যানেল কর্র্তৃপক্ষকে।’

এদিকে থমকে আছে কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিত রায়ের মতো পরিচালকদের কাজ। এই পরিস্থিতির জেরে একাধিক সিনেমা, সিরিজ ও ধারাবাহিকের ভাবনা থাকলেও কাজ শুরু করতে ভায় পাচ্ছেন পরিচালকরা। 

পরিচালক সৃজিত রায় বলেন, ‘ফেডারেশন আমাকে ও জয়দীপদা’কে সঠিক ব্যাখ্যা দিক। আমরা ফেডারেশনের মাদার বডির মেম্বার। ফেডারেশন বিনা নোটিসে এটা করতে পারে না। ফেডারেশনের নিয়ম অনুযায়ী এর অধীনে থাকা কোনো গিল্ডই এটা করতে পারে না। পরিচালকরা যা সিদ্ধান্ত নেবেন, তাতে আমার এবং জয়দীপদার কোনো আপত্তি নেই।’

যেভাবে সমস্যার শুরু

টালিগঞ্জের পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্বের শুরু পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ফেডারেশনের অনুমতি ছাড়াই বাংলাদেশে শুটিং করেন। ফলে ফেডারেশন তাকে ব্ল্যাকলিস্টেড করে। যদিও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটেছিল সেই সমস্যা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত