শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সড়কে ৩ শিক্ষার্থীসহ নিহত ৫

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ এএম

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও এক মেরিন ইঞ্জিনিয়ার রয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবাহী ট্রাকের ধাক্কায় তানিয়া আকতার (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ধুরুং ফিরানি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও অটোরিকশাচালক আহমদ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা ও বড়বোনকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ডাক্তারের কাছে যাচ্ছিল ওই শিক্ষার্থী। পাইন্দং কাঞ্চননগর সড়কের শিয়ানপাড়ার সামনে একটি বালুবাহী ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে তানিয়া তার মা-বোনসহ চারজন আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাকচাপায় মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেন (৩৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

নিহতের শ্বশুর শাহ আলম জানান, সামুদ্রিক জাহাজের প্রকৌশলীর চাকরি করতেন শামীম।

জানা যায়, শামীম শ্বশুরবাড়ি বেলকুচি থেকে ভোরে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিলেন। কাজ শেষে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি ফেরার পথে কেজির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লকবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে।

বগুড়া : বগুড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে হুমায়রা নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মালতীনগর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। দেড় বছর বয়সী হুমায়রা মালতীনগর শান্তিবাগ এলাকার সুলতান মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই আহত আব্দুল্লাহকে (৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, দুপুরে মালতীনগর হাইস্কুলের সামনে হুমায়রা ও আব্দুল্লাহ খেলা করছিল। পাশেই একটা ইজিবাইক দাঁড় করানো ছিল। তখন হঠাৎ ইজিবাইক চালু হয়ে তাদের ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই হুমায়রা মারা যায়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন ওয়ালিদ খান (১৯) ও সিয়াম মোল্লা (১৯)। তারা দুজনেই কাশিয়ানীর রামদিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে।

জানা গেছে, গত বুধবার রাতে গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। আহত সিয়ামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত