চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার আবু ছালেক (২৩) আফ্রিকার মোজাম্বিকে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। গত বুধবার রাত ৮টার দিকে মোজাম্বিকের সিমুই শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সিমুই সেন্ট্রাল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু ছালেক বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলী সিকদার পাড়ার জাকের আহমদ সিকদারের ছেলে। রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী আবু ছালেক জীবিকার তাগিদে মোজাম্বিকে পাড়ি দিয়েছিলেন। সন্ত্রাসীর গুলিতে আবু ছালেক নিহত হওয়ার খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।