শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এই দিনে

৮ ফেব্রুয়ারি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ এএম

১৯৩৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু করে গবেষণার জন্য কেমব্রিজে যান। তবে পরে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হন। ১৯৮৪ সালে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন। ১৯৯১ সালে তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এফএওর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগ দেন; ১৯৯৭ সালে অবসর গ্রহণের সময় মহাপরিচালক ছিলেন। ১৯৫৫ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাত নরী হার’ প্রকাশিত হয়। পরে লেখেন ‘কখনো রং কখনো সুর’ ও ‘কমলের চোখ’। এগুলো মূলত গীতিধর্মী। পরবর্তী সময়ে তিনি মহাকাব্যিক কাব্যরীতিতে অভ্যস্ত হন এবং এই ভঙ্গিতেই লেখেন সর্বাধিক জননন্দিত কাব্যগ্রন্থ ‘আমি কিংবদন্তীর কথা বলছি’। ‘সহিষ্ণু প্রতীক্ষা’ এবং ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ কাব্যগ্রন্থ দুটিতেও মহাকাব্যিকতা লক্ষণীয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘আমার সময়’, ‘নির্বাচিত কবিতা’, ‘আমার সকল কথা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘মসৃণ কৃষ্ণগোলাপ’। তিনি একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আবু জাফর ওবায়দুল্লাহ ২০০১ সালের ১৯ মার্চ ঢাকায় মারা যান।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত