শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কৃষকদের নিয়ে মাঠ দিবস

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

৪ ফেব্রুয়ারি বগুড়ায় বারি সরিষা-১৪ উৎপাদন প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বগুড়ার গাবতলী উপজেলার কোলাকোপা সুবোধ বাজারে কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করে সরেজমি গবেষণা বিভাগ বগুড়া। মাঠ দিবসে কৃষকদের উদ্দেশে কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান সুজা জানান, বারি-১৪ সরিষা জাতটি ৭৫-৮০ দিনের মধ্যে কর্তন করা যায়। প্রতি বিঘায় ফলন হয় ৫ মণের অধিক।  দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তর এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে। কৃষক আমন ধান করার পরে অল্প সময়ের জন্য বারি ১৪-সরিষা চাষ করে বোরো ধান আবাদ করতে পারে। কৃষিবিদ সুজা আরও জানান, ভোজ্যতেলের মাত্র ২০-২৫ শতাংশ আসে দেশে উৎপাদিত বিভিন্ন তেল জাতীয় ফসল হতে। ে বর্তমানে ৮ লাখ হেক্টর জমিতে প্রায় ১২ লাখ টন সরিষা উৎপাদিত হয়। মোট উৎপাদিত সরিষা থেকে প্রায় ৩-৩.৫ লাখ টন ভোজ্যতেল পাওয়া যায়।  যদি সম্ভাব্য সব জমিতে সরিষা চাষাবাদ করা যায় তাহলে ৭০ থেকে ৭৫ হাজার টন সরিষা উৎপাদিত হবে। কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে এ পর্যন্ত প্রায় ২০টি উন্নত সরিষার জাত উদ্ভাবিত হয়েছে। তেল জাতীয় ফসলের এরিয়া বৃদ্ধির মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত