ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। ৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। ফসলের মাঠে কৃষকসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে সমলয় পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানায়, কৃষি প্রণোদনার আওতায় ধাতুর পহেলা গ্রামে ১৫০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হবে। এতে কৃষকের সময়, শ্রম এবং খরচ কমবে। কৃষক আরমান আলী জানান, প্রথমবারের মতো কৃষি কার্যালয়ের পরামর্শে এবং সহযোগিতায় সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ করছি। আশা করছি ফলন ভালো হবে।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সমলয় চাষাবাদে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় করা যায়।