চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তাকে লোহাগাড়া উপজেলা সদরের জমিদার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত বেলায়েত চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।